Logo Logo

বেরোবি’র সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ গ্রেপ্তার


Splash Image

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ। ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


বিজ্ঞাপন


দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলার ভিত্তিতে বৃহস্পতিবার (৭ আগস্ট) তাকে রাজধানীর মোহাম্মদপুর এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-দক্ষিণ) যুগ্ম-কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি গণমাধ্যমকে বলেন, "দুর্নীতির অভিযোগে দুদকের তদন্তাধীন একটি মামলায় কমিশনের রিকুইজিশনের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে। সেই অভিযানে মোহাম্মদপুরে নিজ বাসা থেকে সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করা হয়।"

তিনি আরও জানান, কলিমুল্লাহকে দুদকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...