বিজ্ঞাপন
আজ শুক্রবার (৮ আগস্ট) বাদ আছর ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে 'জাস্টিস ফর ফারাবী' টিমের আয়োজনে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “ব্লগার রাজিব হত্যা মামলায় ফারাবী সম্পূর্ণ নির্দোষ। তাকে শুধুমাত্র ইসলামী চিন্তা-চেতনার কারণে বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার ফাঁসানোর চেষ্টা করেছে। ১১ বছর ধরে মিথ্যা বিচারের মাধ্যমে তাকে আটক রাখা হয়েছে। গত ৩১ জুলাই জামিন পেলেও তাকে মুক্তি দিতে বাধা দেওয়া হচ্ছে। ফারাবীর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, বরং শুধুমাত্র ইসলামী লেখালেখির জন্যই তাকে শাস্তি দেওয়া হচ্ছে। তিনি কখনো সহিংসতার পক্ষে লেখেননি; এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র।”
মানববন্ধনে সভাপতিত্ব করেন মাও বেলাল হোসাইন। বক্তব্য রাখেন মাওলানা ইউসুফ ভুইয়া, আবু বকর, আরিফ বিল্লাহ আজিজ তাহসিন আরাফাত, মারুফ প্রমুখ।
সঞ্চালনা করেন মাও সৈয়দ কাসেম। উপস্থিত ছিলেন রিদোয়ান, রাশেদুল ইসলাম মুন্না, খালেদ মোশাররফ, মাও নিয়ামুল ইসলাম, মাও শাহিন মোল্লা, মাও ইয়াসিন আহমেদ, মাও আব্দুল্লাহ কাফি, মাও শফিউল্লাহ সাদেকী, ইকরামুল মারজান, মাও সাব্বির আহমেদ হানিফ, জসিম মাহমুদ, আহমেদ মুসা সহ স্থানীয় ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মী ও সাধারণ নাগরিকরা।
অংশগ্রহণকারীরা ফারাবীর মুক্তি ও সকল রাজবন্দীর ন্যায্য বিচারের দাবি জানান।
উল্লেখ্য, ২০১৪ সালে ব্লগার রাজিব হত্যা মামলায় শফিউল রহমান ফারাবীকে আসামি করা হয়। মানববন্ধন শেষে আয়োজকরা জানান, আগামী রবিবারের আপিল শুনানির ফলাফলের ওপর তারা কড়া নজর রাখবেন এবং ফারাবী মুক্তি না পেলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...