বিজ্ঞাপন
শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় নড়াইল প্রেসক্লাবের আয়োজনে নড়াইল-যশোর সড়কে প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস এম আব্দুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ওশান সম্পাদক অ্যাডভোকেট আলমগীর সিদ্দীকি, সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আজিজুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম তুহিন, সাবেক সদস্য মলয় কান্তি নন্দীসহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু।
মানববন্ধনে নড়াইল প্রেসক্লাবের সদস্য ছাড়াও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। বক্তারা গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এছাড়াও সারাদেশে সাংবাদিক হয়রানি ও নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের প্রতি আহ্বান জানান।
প্রতিবেদক - মো. নূরুন্নবী সামদানী, নড়াইল।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...