বিজ্ঞাপন
শনিবার (৯ আগস্ট) সকাল ১১টার দিকে পিরোজপুর সাংবাদিক সমাজের ব্যানারে জেলার কর্মরত সংবাদকর্মীরা শহরের টাউন ক্লাব সড়কে এ কর্মসূচি পালন করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন পিরোজপুর প্রেসক্লাব সভাপতি ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি অ্যাডভোকেট এস এম রেজাউল ইসলাম শামীম। সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ।
এ সময় বক্তব্য দেন ইত্তেফাক-এর স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলি, যুগান্তর প্রতিনিধি এস এম পারভেজ, সংবাদ প্রতিনিধি এ কে আজাদ, ডেইলি অবজারভার প্রতিনিধি জিয়াউল আহসান, সমকাল প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু, আমাদের সময় প্রতিনিধি খালিদ আবু, ইনকিলাব প্রতিনিধি ওয়াহিদ হাসান বাবু, ভোরের পাতা প্রতিনিধি নাসির উদ্দিন, এশিয়ান এইজ প্রতিনিধি হাসান মামুন, জিটিভি প্রতিনিধি নাঈম তালুকদার, ইন্দুরকানী প্রেসক্লাব সভাপতি ও নয়া দিগন্ত প্রতিনিধি নাসির উদ্দিন, সংবাদ উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম সোহেলসহ আরও অনেকে।
বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা, হত্যা ও হয়রানিমূলক মামলা দেশের গণমাধ্যমের স্বাধীনতা এবং মুক্ত মতপ্রকাশের জন্য গুরুতর হুমকি। তারা অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের দ্রুত বিচার, অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। এতে স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক - নাছরুল্লাহ আল কাফী, পিরোজপুর।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...