Logo Logo

মা-বাবার সঙ্গে সদাচারণে ইসলামের সুস্পষ্ট নির্দেশ


Splash Image

প্রতীকী ছবি

রাসুল (সা.) বলেছেন, সদাচারের ক্ষেত্রে মায়ের অধিকার সর্বোচ্চ। কুরআনও পিতা-মাতার সঙ্গে সদাচারণের নির্দেশ দিয়েছে।


বিজ্ঞাপন


ইসলামে মায়ের মর্যাদা সর্বোচ্চ, যা একাধিক হাদিসে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, এক ব্যক্তি রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করলেন—“হে আল্লাহর রাসুল, সদাচার পাওয়ার ক্ষেত্রে কে সবচেয়ে বেশি অগ্রগণ্য?” তিনি উত্তরে বললেন, “তোমার মা।”

সে আবার জিজ্ঞেস করলে তিনি বললেন, “তোমার মা।”

তৃতীয়বার জিজ্ঞেস করলেও একই উত্তর—“তোমার মা।”

চতুর্থবারে রাসুল (সা.) বললেন, “তোমার পিতা।” (সহিহ বুখারি, হাদিস: ৫৯৭১)

আরেকটি বর্ণনায় আবু হুরায়রা (রা.) বলেন, এক ব্যক্তি রাসুলুল্লাহ (সা.)-এর কাছে এসে জানতে চাইলেন, “আপনি আমাকে কী আদেশ করেন?” উত্তরে রাসুল (সা.) চারবার বললেন, “তোমার মায়ের সঙ্গে সদাচারণ করো।” পঞ্চমবারে তিনি বললেন, “তোমার পিতার সঙ্গে সদাচারণ করো।” (আল-আদাবুল মুফরাদ, হাদিস: ৫)

কুরআনেও পিতা-মাতার অধিকার স্পষ্টভাবে উল্লেখ আছে। আল্লাহ বলেন—“আমি মানুষকে তার পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি।” (সূরা লুকমান, আয়াত: ১৪)

ইসলামের শিক্ষা অনুযায়ী, মায়ের ত্যাগ, স্নেহ ও অবদানের কারণে তার অধিকার সর্বোচ্চ। তাই একজন মুসলিমের কর্তব্য হলো পিতা-মাতার প্রতি সদাচার, বিশেষত মায়ের প্রতি অতিরিক্ত সম্মান ও যত্ন প্রদর্শন করা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...