বিজ্ঞাপন
কর্মসূচির অংশ হিসেবে এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন কুয়াকাটা প্রেসক্লাবের সদস্যরা। পরে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পটুয়াখালী জেলা সভাপতি মো. মিজানুর রহমান, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, অতিথি সাংবাদিক ও বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুন অর রশীদ, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাঈদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির।
বক্তারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলেও তাদের প্রাপ্য মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে না। সরকারের আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার কারণে আজ সাংবাদিকরা হত্যা, হামলা, মামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন। অবিলম্বে সাংবাদিক সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া ও সুরক্ষা আইন প্রণয়ন করে তা বাস্তবায়নের দাবি জানান তারা।
সাংবাদিক নেতৃবৃন্দ আরও বলেন, মতপার্থক্য ভুলে দেশের সব সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস ও অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং সাংবাদিক সুরক্ষা নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা আসাদুজ্জামান তুহিন হত্যার আসামিদের দ্রুত সময়ে মৃত্যুদণ্ড কার্যকরেরও দাবি জানান।
প্রতিবেদক - জাকারিয়া জাহিদ, কলাপাড়া, পটুয়াখালী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...