Logo Logo

ফাতওয়া- ৬ পাগড়ি ও নামাযের ফজিলত

পাগড়ি পরে নামায পড়লে কি সাওয়াব বেড়ে যায়?—ইসলামী বিশেষজ্ঞের বিশ্লেষণ


Splash Image

ছবি: পাগড়ি (সংগৃহীত)

পাগড়ি পরে নামায পড়লে এক রাকাতে সত্তর রাকাতের সাওয়াব পাওয়ার দাবি কি সত্য? কুরআন-হাদীসের আলোকে ইসলামী বিশেষজ্ঞের ব্যাখ্যা ও প্রচলিত ভুল ধারণার বিশ্লেষণ


বিজ্ঞাপন


সম্প্রতি একটি প্রশ্নে স্থানীয় এক আলেম দাবি করেছেন, ইমাম সাহেব যদি ইমামতির সময় পাগড়ি পরে নামায আদায় করেন, তবে এক রাকাতে সত্তর রাকাতের সমান সাওয়াব পাওয়া যায়। এমনকি মুসল্লিদের সাওয়াবও নাকি বৃদ্ধি পায়। তবে এ বক্তব্যের প্রমাণ সম্পর্কে স্পষ্টীকরণ দিয়েছেন

ইসলামী গবেষক আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)।

তিনি জানান, রাসূলুল্লাহ ﷺ এবং সাহাবায়ে কেরাম পাগড়ি ব্যবহার করতেন। এটি সালাফে সালেহীনের পছন্দনীয় পোশাক এবং নামাযে উত্তম পোশাক গ্রহণের কুরআনিক নির্দেশের অন্তর্ভুক্ত।

আল্লাহ তাআলা ইরশাদ করেছেন
হে বনি আদম! প্রত্যেক নামাযের সময় তোমরা সুন্দর পোশাক গ্রহণ করবে।(সূরা আরাফ, আয়াত: ৩১)

অতএব, কেউ পাগড়ি পরে নামায আদায় করলে তিনি উত্তম পোশাক পরিধানের সাওয়াব পাবেন। তবে, পাগড়ি পরে নামায আদায় করলে “এক রাকাতে সত্তর রাকাতের সাওয়াব” বা অনুরূপ বিশেষ ফজিলতের কোনো নির্ভরযোগ্য হাদীস নেই। এ বিষয়ে প্রচলিত বর্ণনাগুলো মানোত্তীর্ণ নয়।

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি বলেন, রাসূলুল্লাহ ﷺ ও সাহাবায়ে কেরাম শুধুমাত্র নামাযের সময় নয়—সাধারণ জীবনেও পাগড়ি পরিধান করতেন। অথচ বর্তমানে অনেকে কেবল নামাযের সময় পাগড়ি ব্যবহার করেন, যা তাদের রীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

প্রসঙ্গত, পাগড়ি ইসলামী সংস্কৃতির অংশ এবং নামাযে সৌন্দর্য ও মর্যাদা বৃদ্ধি করে। তবে অতিরঞ্জিত সাওয়াবের দাবি করার আগে প্রমাণ যাচাই করা জরুরি।

সূত্র: শারহু আবওয়াবিন মিন জামিয়িত তিরমিযী – ইবনে রজব হাম্বলী, লিসানুল মিযান, আল-মাকাসিদুল হাসানাহ, আল-মাসনু, রদ্দুল মুহতার।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...