Logo Logo

ফাতওয়া-৮ সরকারি ভাতা গ্রহণের বিধান | ইসলামী দৃষ্টিতে সঠিক করণীয়

সরকারি ভাতা গ্রহণের বিধান—ইসলামী দৃষ্টিতে করণীয়


Splash Image

ছবি : চ্যাটজিপিটি

সরকারি ভাতা বা রেশন গ্রহণ কি শরীয়তে বৈধ? গর্ভবতী মহিলা ও শিশু ভাতা গ্রহণের ইসলামী বিধান জানুন গবেষক আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদির ব্যাখ্যায়।


বিজ্ঞাপন


গর্ভবতী নারী, শিশু বা অন্যান্য বিশেষ শ্রেণির মানুষের জন্য সরকারিভাবে বিভিন্ন সময় ভাতা ও রেশন প্রদান করা হয়। কিন্তু বর্তমান রাজনৈতিক ও ধর্মীয় প্রেক্ষাপটে অনেকের মনে প্রশ্ন জাগে— এসব সরকারি ভাতা গ্রহণ করা কি শরীয়তসম্মত?

সম্প্রতি দুইজন পাঠক প্রশ্ন করেছেন—

প্রশ্ন ১: আমার স্ত্রী গর্ভবতী। একজন বলছেন, সরকারি কার্ড করলে ভাতা পাওয়া যাবে। এই টাকা নেওয়া কি বৈধ হবে?

প্রশ্ন ২: বর্তমানে গর্ভবতী মহিলা ও শিশুর পাঁচ বছর বয়স পর্যন্ত সরকারি কার্ড করা হয় এবং কিছু টাকা দেওয়া হয়। এ টাকা গ্রহণ আমাদের জন্য বৈধ হবে কি?

উত্তর দিয়েছেন ইসলামী গবেষক আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)—
তিনি বলেন, সরকার যদি তাগুত বা ইসলামবিরোধী হলেও, তার পক্ষ থেকে প্রদত্ত বিভিন্ন ভাতা বা রেশন গ্রহণে কোনো সমস্যা নেই, যতক্ষণ তা গ্রহণের বিনিময়ে ধর্মীয় আদর্শ বিসর্জন দিতে না হয় বা তাগুতের প্রভাববলয়ে আটকা পড়তে না হয়।

তবে যদি দেখা যায়, এই ভাতা গ্রহণের মাধ্যমে এমন কোনো শর্ত মানতে হচ্ছে যা শরীয়তের পরিপন্থী বা ইসলামি নীতির বিরোধী— সেক্ষেত্রে তা গ্রহণ করা যাবে না।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...