Logo Logo

শেরপুরে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা


Splash Image

শেরপুর পৌরসভাধীন ধুনট রোডের তালতলা এলাকায় কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে ১টায় উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট আশিক খান ও উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।


বিজ্ঞাপন


অভিযানকালে ফরহাদ কীটনাশক এন্ড বীজ ভান্ডারে নিষিদ্ধ কার্বোফুরান কীটনাশকসহ বিভিন্ন মেয়াদোত্তীর্ণ, মিসব্র্যান্ডেড ও উন্মুক্ত কীটনাশক পাওয়া যায়। এ অপরাধে বালাইনাশক আইন ২০১৮ এর ২৯ ধারা মোতাবেক অভিযুক্ত ব্যবসায়ী তবিবর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।পরে জব্দকৃত আলামত কৃষি অফিসের তত্ত্বাবধানে ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট আশিক খান বলেন,কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...