Logo Logo

রাজবাড়ীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ


Splash Image

রাজবাড়ীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ-২০২৫ এর প্রথম দিনের ইভেন্ট সম্পন্ন হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাজবাড়ী পুলিশ লাইন্সে অনুষ্ঠিত এ ইভেন্টে “শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ” পরীক্ষা নেওয়া হয়।


বিজ্ঞাপন


“সেবার ব্রতে চাকরি” স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত এ নিয়োগ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন রাজবাড়ী জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম। নিয়োগ কমিটি এবং সংশ্লিষ্ট সকল পর্যায়ের অফিসার ও ফোর্স স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন করেন।

পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম টিআরসি প্রার্থী ও তাদের অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “সম্পূর্ণ মেধা, দক্ষতা ও শারীরিক যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে। পরীক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা যেন কোন প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়েন, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।”

এসময় নিয়োগ কার্যক্রমে বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং নিয়োগ কাজে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক - স্বপন বিশ্বাস, রাজবাড়ী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...