বিজ্ঞাপন
বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭:০০ টায় তাঁর মরদেহে নিজ জেলা নেত্রকোণা শহরে এসে পৌছলে রাত ৮:৩০ পর্যন্ত শ্রদ্ধ্যা নিবেদনের জন্য যতীন সরকারের মরদেহ জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়।
মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, নেত্রকোণা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নেত্রকোণা সাহিত্য সমাজ, জেলা প্রেসক্লাব, নেত্রকোণা সরকারি কলেজ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক জোট, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ।
এর আগে দেশবরেণ্য খ্যাতিমান এই লেখক যতীন সরকার বুধবার দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।
তিনি দীর্ঘদিন ধরে বাধর্ক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...