Logo Logo

যশোরে ধর্ষণচেষ্টাকারীর পুরুষাঙ্গ কর্তন, অবশেষে গ্রেপ্তার


Splash Image

যশোরের শার্শা উপজেলার পাড়ের কায়বা গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায় তার প্রতিবেশী। তবে নির্যাতনের শিকার না হয়ে সাহসিকতার সঙ্গে প্রতিরোধ করে ওই গৃহবধূ আসামির পুরুষাঙ্গ কর্তন করেন। ঘটনার পর থেকে পলাতক থাকা ওই আসামিকে অবশেষে সোমবার (১৮ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে আটক করেছে পুলিশ।


বিজ্ঞাপন


ভুক্তভোগীর এজাহার সূত্রে জানা যায়, আটককৃত আসামি মো. মুবায়দুল রহমান (৩৫), পিতা-মো. আতিয়ার রহমান ও মাতা-মোছা. জবেদা খাতুন। তিনি দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় গত ৯ আগস্ট রাত আনুমানিক ৩টার দিকে বাড়ির উঠানে গিয়ে ঘরের চালে ঢিল ছোড়েন তিনি। শব্দে ঘুম ভাঙলে বাইরে বের হলে আসামি ওৎ পেতে থেকে তাকে জাপটে ধরে। এরপর শরীরের বিভিন্ন স্থানে হাত দেয় এবং মুখ চেপে ধরে মাটিতে ফেলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।

এসময় জীবন রক্ষার্থে গৃহবধূ প্রতিরোধ গড়ে ব্লেড দিয়ে আসামির পুরুষাঙ্গ কর্তন করেন। তার চিৎকারে স্বামী, দুই সন্তান ও স্থানীয়রা ছুটে এলে আসামি পালিয়ে যায়।

পুলিশ জানায়, এ ঘটনায় মামলা দায়েরের পর থেকে আসামিকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। অবশেষে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, “মামলার ভিত্তিতে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হবে। নারীর প্রতি সহিংসতার ঘটনা আমরা গুরুত্ব সহকারে দেখি। এই আসামিকে গ্রেপ্তার আমাদের অঙ্গীকারেরই অংশ।”

এ ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয়রা গৃহবধূর সাহসিকতা ও পুলিশি তৎপরতার প্রশংসা করেছেন।

প্রতিবেদক - জাকির হোসেন, শার্শা, যশোর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...