Logo Logo

চট্টগ্রামের চকবাজারে বিদ্যুৎের খুঁটি ফেলে রাখায় পথচারী ও ব্যবসায়ীদের ভোগান্তি চরমে


Splash Image

চট্টগ্রাম নগরীর ব্যস্ত চকবাজার এলাকায় দীর্ঘদিন ধরে ফেলে রাখা বিদ্যুৎের খুঁটি এখন জনদুর্ভোগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। চট্টগ্রাম কলেজ থেকে শুরু করে চকবাজার অলি খাঁ মসজিদের মোড় পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে, বিশেষ করে মার্কেটের প্রবেশমুখে এসব খুঁটি ফেলে রাখা হয়েছে। এতে পথচারীদের চলাফেরা, দোকানে প্রবেশ এবং যানবাহন চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।


বিজ্ঞাপন


সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, খুঁটিগুলো দীর্ঘদিন ধরে যেখানে-সেখানে ফেলে রাখা হয়েছে। ফলে প্রায়ই পথচারীরা হোঁচট খেয়ে আহত হচ্ছে। পরিচ্ছন্নকর্মীরাও সঠিকভাবে রাস্তা পরিষ্কার করতে পারছেন না। এ কারণে রাস্তাঘাট অপরিষ্কার ও নোংরা রয়ে যাচ্ছে।

চকবাজার এলাকার ঘনবসতিপূর্ণ সড়কগুলো এমনিতেই ছোট। সেখানে বিদ্যুৎের খুঁটি ফেলে রাখার কারণে একদিকে যানজট বাড়ছে, অন্যদিকে মানুষের স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয়রা বলছেন, রাতে খুঁটিগুলো দৃশ্যমান না হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।

শুধু দুর্ঘটনার ঝুঁকি নয়, এসব খুঁটি চারপাশের পরিবেশ নোংরা ও বিশৃঙ্খল করে তুলছে, যা দেখতে যেমন অপ্রীতিকর, তেমনি পরিবেশ আইন লঙ্ঘনের শামিল হতে পারে।

এলাকার বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা জানিয়েছেন, তারা বারবার অভিযোগ করলেও কোনো প্রতিকার পাননি। খুঁটির কারণে ক্রেতারা দোকানে প্রবেশে ভোগান্তিতে পড়ছেন, এতে ব্যবসায়িক কার্যক্রমও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তাদের অভিযোগ— “বিদ্যুৎ বিভাগের কোনো নিয়ম কি আছে যে এভাবে খুঁটি ফেলে রেখে মানুষের জীবন ও ব্যবসায়িক কার্যক্রমকে বিপর্যস্ত করবে?”

চকবাজারের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা বিদ্যুৎ বিতরণকারী সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন দ্রুত খুঁটিগুলো সরিয়ে নেয়ার জন্য। তারা বলছেন, খুঁটি ফেলে রাখার এ ধরনের অব্যবস্থাপনা শুধু জনভোগান্তিই বাড়াচ্ছে না, এটি জনস্বাস্থ্য ও নিরাপত্তার জন্যও গুরুতর হুমকি তৈরি করছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ— দ্রুত পদক্ষেপ নিয়ে খুঁটিগুলো অপসারণ করা হোক এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি যাতে আর না ঘটে, সে বিষয়ে কার্যকর উদ্যোগ নেয়া হোক।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...