Logo Logo

মনোহরদীতে ইপিআই ভ্যাকসিন সংকটে দুর্ভোগ পোহাচ্ছেন সেবা গ্রহিতারা


Splash Image

নরসিংদীর মনোহরদীতে টিকা সংকটের কারণে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে পড়েছেন শিশু ও তাদের অভিভাবকরা। প্রায় এক বছর ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় ইপিআই কার্যক্রমে নিয়মিত ভ্যাকসিন সরবরাহ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।


বিজ্ঞাপন


সংশ্লিষ্ট সূত্র জানায়, কখনো পেন্টা ভ্যাকসিন, কখনো পিসিভি ভ্যাকসিন আবার কখনো আইপিডি ভ্যাকসিন সরবরাহে বিঘ্ন ঘটে আসছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে শিশুদের একসাথে চারটি ভ্যাকসিন দেওয়ার পরিবর্তে অভিভাবকদের একাধিক দিনে আলাদা আলাদা ভ্যাকসিন নিতে হচ্ছে। এতে শুধু সময় ও অর্থনৈতিক ক্ষতি নয়, শিশুদের টিকা গ্রহণ প্রক্রিয়াতেও ভোগান্তি বাড়ছে।

মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান হোসেন আলী জানান, “ভ্যাকসিন সরবরাহের ক্ষেত্রে মাঝে মাঝে কিছুটা বিঘ্ন ঘটে।”

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ বলেন, “ভ্যাকসিন সরবরাহে মাঝে মধ্যে সমস্যা দেখা দিলেও পরবর্তীতে তা স্বাভাবিক হয়ে যায়। শুধু মনোহরদী নয়, আশপাশের উপজেলাতেও এ ধরনের পরিস্থিতি ঘটে থাকে।”

স্থানীয়রা মনে করছেন, নিয়মিত ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত না হলে সরকারের শিশু স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি বিঘ্নিত হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়বে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...