ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, আতাইকুলা থানার অন্তর্গত আটঘরিয়া উপজেলার প্রত্যন্ত চতরা বিল এলাকায় সন্ত্রাসী ময়েজ বাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে ডিবি ও আতাইকুলা থানা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বিলের মধ্যে লুকানো আস্তানার তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে অস্ত্র তৈরির ছাঁচ, কাটিং মেশিন, ড্রিল মেশিন, লোহার পাত এবং গানপাউডারের মতো উপকরণ।
আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, স্থানীয়ভাবে ডাকাতি ও চাঁদাবাজির উদ্দেশ্যে এসব অস্ত্র তৈরি করা হচ্ছিল। তবে পুলিশ মনে করছে, এই ঘটনায় আরও বড় কোনও নেটওয়ার্ক সক্রিয় থাকতে পারে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হবিবুর রহমান বলেন, “চতরা বিলকে কেন্দ্র করে ময়েজ বাহিনী দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে এবং অপর যারা জড়িত তাদেরও আইনের আওতায় আনা হবে। অভিযান শেষে তাদের পরিচয় জানানো হবে।”
স্থানীয়রা জানিয়েছেন, চতরা বিলের অজপাড়াগাঁয়ে দীর্ঘদিন ধরেই ময়েজ বাহিনী অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিল। দিনের বেলায় তারা আড়ালে থাকলেও রাতের বেলায় অস্ত্র হাতে প্রকাশ্যে ঘুরে বেড়াতো, যার কারণে সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পেত না।
পুলিশ বলেছে, চূড়ান্ত তদন্তের পর এই গোপন অস্ত্র কারখানার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...