বিজ্ঞাপন
মঙ্গলবার বিকেলে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে
এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মোহাম্মদপুর জনতা বাজার বনিক সমিতির সভাপতি মিরাজ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও তরুণ সমাজ সেবক মনির হোসেন শুভর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য, রাখেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী, চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আনিছ আহমেদ হানিফ।
আরো বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য মাইন উদ্দিন ,বিশিষ্ট সমাজ সেবক মনির আহমদ মাস্টার, মাওঃ মোস্তাক আহমেদ, আব্দুস সালাম, সহিদ উল্লাহ মেম্বার, নুরুল আমিন, মোঃ ফারুক মাস্টার, মিজানুর রহমান বেপারী, মানবাধিকার কর্মী ও সাংবাদিক সিরাজুল ইসলাম হাসান প্রমুখ।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, মাদকদ্রব্য সেবনকারী ও ব্যবসায়ী তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে সকলে ঐক্যবদ্ধ ভাবে সচেষ্ট থাকতে হবে।
তিনি আরো বলেন, যে পরিবারের একজন মাদকাসক্ত ব্যক্তি আছেন, তারা ছাড়া তাদের কষ্ট কেউ বুঝবে না। আমাদের যুব সমাজ মাদকের উপর আসক্তি বাড়ছে যা আমাদের দেশের জন্য হুমকিস্বরূপ। একজন মাদক সেবী তার পরিবারের জন্য বোঝা, সমাজের জন্য বোঝা, সে তার নিজেকে ধ্বংস করে, তার পরিবারকে ধ্বংস করে এবং সমাজটাকেও ধ্বংস করে। মাদক নিয়ন্ত্রণে চাটখিল উপজেলা প্রশাসন জিরো টলারেন্স। আপনারা মাদক সেবন বা ক্রয় বিক্রয় বিষয়ে জানালে সাথে সাথেই পুলিশ চলে আসবে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত এসে মাদক কারবারি কে সাথে সাথে সাজা প্রদান করবে।
এসময় উপস্থিত ছিলেন, রাজধানী টিভি চ্যানেলের নোয়াখালী জেলা প্রতিনিধি মোঃ বেল্লাল হোসাইন নাঈম, চাটখিল থানার এসআই অজয় চন্দ্র দাস, এসআই মোঃ সাদী সুফল, এএসআই আল আমিন, সাংবাদিক আনোয়ারুল আজিম সহ ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
-মো. হাসান, চাটখিল(নোয়াখালী)প্রতিনিধি
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...