বিজ্ঞাপন
তিনি সকলকে এ ধরনের প্রতারণা থেকে সাবধান হতে বলেছেন এবং কোনো ব্যক্তি তার নাম ব্যবহার করে টাকা চাইলে সঙ্গে সঙ্গে তাকে অবহিত করার পরামর্শ দিয়েছেন।
জানা গেছে, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি মনোহরদীর বিভিন্ন হোটেল মালিক ও ব্যবসায়ীদের কাছে ফোন করে নিজেদের এসিল্যান্ডের লোক পরিচয় দিয়ে টাকা চাইছে। বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়ার নজরে আসার পর তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে গণমাধ্যমকে তিনি জানান, একদল প্রতারক চক্র আমার নাম ব্যবহার করে বিভিন্ন হোটেল থেকে টাকা চাইছে। আপনারা এই বিষয়ে সতর্ক থাকুন। এসিল্যান্ড বা অন্য কারো নাম ব্যবহার করে যদি কোন চক্র এমন কোন কর্মকান্ডে লিপ্ত হয়,তাহলে তাৎক্ষণিকভাবে এই নাম্বারে ০১৭৬২৬৮৭০১৪ যোগাযোগ করে প্রতারণার শিকার থেকে বাঁচার জন্যে সকলকে অনুরোধ করেন।
এছাড়াও স্থানীয় প্রশাসন প্রতারক চক্রকে ধরতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি
সচেতন নাগরিকরা মনে করছেন, প্রশাসনের দ্রুত পদক্ষেপের ফলে এই চক্রের অপতৎপরতা বন্ধ হবে এবং সাধারণ মানুষ হয়রানির শিকার হওয়া থেকে রক্ষা পাবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...