Logo Logo

করতোয়া নদীতে অভিযান : পাঁচটি অবৈধ ড্রেজার মেশিন জব্দ


Splash Image

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার করতোয়া নদীতে বিশেষ অভিযানে পাঁচটি অবৈধ ড্রেজার মেশিনসহ বিপুল সরঞ্জাম জব্দ করেছে উপজেলা প্রশাসন।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত ভজনপুর গনাগছ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গনাগছ এলাকায় এ অভিযান পরিচালনা করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু। অভিযানে পুলিশ, বিজিবি সদস্য, জনপ্রতিনিধি ও স্থানীয়রা সহযোগিতা করেন।

অভিযান চলাকালে পরিবেশ ধ্বংসকারী পাঁচটি মোডিফাইড ড্রেজার মেশিন, চারটি পাম্প ও প্রায় ৩২০ ফুট পাইপসহ আনুষঙ্গিক সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে ড্রেজারচালক অসাধু চক্র ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে জব্দকৃত সরঞ্জাম তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয় এবং এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র করতোয়া নদীতে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করে আসছিল। এতে নদীর পরিবেশের পাশাপাশি আশপাশের কৃষিজমি হুমকির মুখে পড়েছে।

ইউএনও আফরোজ শাহীন খসরু বলেন, “অবৈধ ড্রেজার দিয়ে নদী থেকে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। আজকের অভিযানে পাঁচটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। অভিযুক্ত মালিকদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, অভিযানের সময় স্থানীয়দের অবৈধ ড্রেজারের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...