বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত ভজনপুর গনাগছ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গনাগছ এলাকায় এ অভিযান পরিচালনা করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু। অভিযানে পুলিশ, বিজিবি সদস্য, জনপ্রতিনিধি ও স্থানীয়রা সহযোগিতা করেন।
অভিযান চলাকালে পরিবেশ ধ্বংসকারী পাঁচটি মোডিফাইড ড্রেজার মেশিন, চারটি পাম্প ও প্রায় ৩২০ ফুট পাইপসহ আনুষঙ্গিক সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে ড্রেজারচালক অসাধু চক্র ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে জব্দকৃত সরঞ্জাম তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয় এবং এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র করতোয়া নদীতে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করে আসছিল। এতে নদীর পরিবেশের পাশাপাশি আশপাশের কৃষিজমি হুমকির মুখে পড়েছে।
ইউএনও আফরোজ শাহীন খসরু বলেন, “অবৈধ ড্রেজার দিয়ে নদী থেকে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। আজকের অভিযানে পাঁচটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। অভিযুক্ত মালিকদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, অভিযানের সময় স্থানীয়দের অবৈধ ড্রেজারের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...