Logo Logo

বিপদে পড়লে চারটি কারণে আল্লাহর প্রশংসা করতেন শুরাইহ আল ক্বাদী (রহ.)


Splash Image

শুরাইহ আল ক্বাদী (রহ.) বিপদে পড়লে চারটি বিশেষ কারণে আল্লাহর প্রশংসা করতেন। এ প্রশংসাগুলো ধৈর্য, ঈমান ও বরকতের গভীর শিক্ষা বহন করে।


বিজ্ঞাপন


ইসলামের ইতিহাসে খ্যাতিমান ব্যক্তিত্ব শুরাইহ আল ক্বাদী (রাহিমাহুল্লাহ) বলেছেন
যখনই তিনি কোনো বিপদে পড়তেন, তখন চারবার আল্লাহর প্রশংসা করতেন। প্রতিটি প্রশংসার পেছনে ছিল গভীর আত্মিক উপলব্ধি ও ঈমানের শিক্ষা।

প্রথমত, তিনি আল্লাহর প্রশংসা করতেন এই কারণে যে—যে বিপদ তার ওপর আপতিত হয়েছে, তা আরও কঠিন বা ভয়াবহ হতে পারত, কিন্তু আল্লাহর অনুগ্রহে তা হয়নি।

দ্বিতীয়ত, তিনি ধন্যবাদ দিতেন আল্লাহকে এই জন্য যে—বিপদের সময়ে ধৈর্য ধারণ করার তাওফিক আল্লাহ তাঁকে দান করেছেন।

তৃতীয়ত, শুরাইহ (রহ.) প্রশংসা করতেন এই কারণে যে—বিপদ আসার সঙ্গে সঙ্গেই তিনি উচ্চারণ করতে পারতেন কুরআনের আয়াত “ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন”। এর ফলে তিনি আল্লাহর কাছে বিশেষ পুরস্কারের আশা রাখতে পারতেন।

চতুর্থত, তিনি কৃতজ্ঞতা প্রকাশ করতেন এই কারণে যে—যে বিপদ নেমে এসেছে, তা তার ঈমানকে ক্ষতিগ্রস্ত করেনি। কারণ আল্লাহ চাইলে ঈমানের পরীক্ষাতেও তাঁকে ফেলতে পারতেন।

এই চারটি কারণে শুরাইহ আল ক্বাদীর (রহ.) ধৈর্য ও ঈমানদীপ্ত দৃষ্টিভঙ্গি আজও মুসলমানদের জন্য এক অনন্য শিক্ষা হয়ে আছে।

[সূত্র: সিয়ারু আলামীন নুবালা, ৪/১০৫]

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...