হারামকে নিয়ামত মনে করার ভয়াবহতা
বিজ্ঞাপন
বর্তমান সময়ে সমাজে একটি দুঃখজনক ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে
মানুষ স্পষ্ট হারাম ও শরীয়াহ বিরোধী কাজে জড়িয়ে পড়ছে, অথচ সেই কাজের সাথেই আল্লাহর শুকরিয়া আদায় করছে, কুরআনের আয়াত উল্লেখ করছে কিংবা ইসলামী পরিভাষা ব্যবহার করছে।
নাউযুবিল্লাহ!
ফেসবুক–ইনস্টাগ্রামে মেয়েরা হিজাব পরিহিত বা হিজাব বিহীন ছবি প্রকাশ করে সাথে কুরআনের আয়াত লিখছে
আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি তাকওয়াপূর্ণদের পছন্দ করেন।
স্কুল–কলেজের নাচ প্রতিযোগিতায় অংশ নিয়ে অভিভাবকেরা গর্ব করে বলছেন—“আলহামদুলিল্লাহ, আমার মেয়ে প্রথম হয়েছে।”
সহকর্মীর স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করে বলা হচ্ছে—“মাশাআল্লাহ।
কেউ কেউ আবার বলে—“আর্জেন্টিনা যদি বিশ্বকাপ জেতে, আমি নামাজ শুরু করবো, ইনশাআল্লাহ।”
গায়ে হলুদ, বিয়ের আসর কিংবা গান–বাদ্য–নাচে ভরা অনুষ্ঠান শেষে বলা হচ্ছে—“মাশাআল্লাহ, দোআ করবেন যেন দ্বিতীয় ছেলের বিয়েটাও এভাবে হয়।
ছেলে–মেয়ের মিক্স ফ্রেন্ড সার্কেলকে নিয়ে বলা হচ্ছে—“আলহামদুলিল্লাহ, আমরা খুব হেল্পফুল।”
দাড়ি রাখা নিরুৎসাহিত করে বলা হচ্ছে—“মাশাআল্লাহ, তোমাকে এমনিতেই সুন্দর লাগে, দাড়ি রাখবে কেনো?”
মেয়ের সৌন্দর্য নিয়ে গর্ব করে বলা হচ্ছে—“মাশাআল্লাহ, সবাই ওর দিকে তাকিয়ে থাকে।”
প্রেম–সম্পর্কের বার্ষিকীতে বলা হচ্ছে—“আলহামদুলিল্লাহ, আমাদের রিলেশনের ছয় বছর কেটে গেলো। দোআ করবেন যেন সবসময় একসাথে থাকতে পারি।”
আবার কেউ বলছে—“আল্লাহর রহমতে অমুক ভাইয়ের ছেলে খ্রিষ্টান মিশনারিতে চাকরি পেয়েছে, আলহামদুলিল্লাহ।”
এ ছাড়াও জন্মদিন, মৃত্যুবার্ষিকীর মতো অনেক শরীয়াহ বিরোধী কাজকেও আল্লাহর নিয়ামত হিসেবে প্রচার করা হচ্ছে।
এগুলো নিঃসন্দেহে চরম বিভ্রান্তি এবং আল্লাহর গজবকে আহ্বান করার মতো কাজ।
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমাদেরকে এইসব জাহিলিয়াত থেকে হেফাজত করুন। আমিন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...