Logo Logo

পাথরঘাটায় ২০০ হতদরিদ্র পরিবারের মাঝে ফলজ চারা বিতরণ

গাছ লাগান, জীবন গড়ুন—পাথরঘাটায় ২০০ পরিবারকে সহায়তা


Splash Image

বরগুনার পাথরঘাটা উপজেলার হতদরিদ্র ২০০ পরিবারের মাঝে ফলজ চারা বিতরণ করেছে সিএনআরএস। সিটি ব্যাংকের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারসহ জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।


বিজ্ঞাপন


পরিবেশ সুরক্ষা ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বরগুনার পাথরঘাটা উপকূলীয় এলাকার হতদরিদ্র ২০০ পরিবারের মাঝে ফলজ চারা বিতরণ করা হয়েছে।

সিটি ব্যাংকের আর্থিক সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস এ কর্মসূচি বাস্তবায়ন করে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার চরদুয়ানী ও পাথরঘাটা সদর ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে এই সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—পাথরঘাটা সদর ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ছগির আলম, চরদুয়ানী ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আলমগীর হোসেন, সিটি ব্যাংকের আমতলী শাখা ব্যবস্থাপক ইমরান হোসেন, বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, উপজেলা ভূমি কমিটির সভাপতি শামিম আহমেদ, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, সিএনআরএস-এর উপজেলা প্রকল্প সমন্বয়কারী সুবোধ কুমার প্রমুখ।

বক্তারা বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করার পাশাপাশি জীবিকা নির্বাহেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর ফলজ গাছ সর্বদাই ফলন দেয়, যা পরিবারের পুষ্টি চাহিদা পূরণসহ অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে। তাই ফলজ গাছ রোপণ ও সঠিক যত্ন নেওয়ার আহ্বান জানান তারা।

-ইব্রাহীম খলীল, পাথরঘাটা, বরগুনা

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...