Logo Logo

২৪ দফা পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে বড় ঘোষণা, নির্বাচন কমিশনের রোডম্যাপে যা থাকছে


Splash Image

ছবি- সংগৃহীত, নভেম্বরেই প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা

নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হবে, আর ভোটের তফসিল ঘোষণা হবে নির্বাচনের ৬০ দিন আগে।


বিজ্ঞাপন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচনের জন্য ২৪ দফা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। রোজার আগেই ভোট অনুষ্ঠিত হবে। সে কারণে নির্বাচনের ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে।

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু হবে, যা চলবে অক্টোবর পর্যন্ত। নভেম্বরে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

ভোটকেন্দ্র সংক্রান্ত পরিকল্পনা প্রসঙ্গে সিনিয়র সচিব বলেন, “প্রতি বুথে ৬০০ জন পুরুষ ও ৫০০ জন নারী ভোটার রাখার চিন্তা করছি। ভোটগ্রহণের ৩০ দিন আগে এই সংখ্যা প্রকাশ করা হবে।”

এ ছাড়া তিনি জানান, সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত শুনানি শেষ হয়েছে এবং এ বিষয়ে দ্রুতই গেজেট প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...