বিজ্ঞাপন
প্রাথমিক তথ্য অনুযায়ী, আটককৃত সহিদুল হক উপজেলার ভজনপুর ইউনিয়নের সারাপিগছ এলাকার শুকরু মোহাম্মদের ছেলে। সে সেনাবাহিনীতে কর্মরত এবং দুই মাসের ছুটিতে বাড়িতে এসেছিল। এলাকাবাসী ও পরিবারের সূত্রে জানা যায়, সহিদুল গরিব পরিবারভুক্ত এবং কোনো খারাপ কাজে জড়িত নয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাংকের নাইটগার্ড রাতের খাবারের জন্য নিচে নামার পর ব্যাংকের ভিতরে আলো জ্বলতে এবং শব্দ শুনতে পান। সন্দেহ হলে তিনি সঙ্গে সঙ্গে ব্যাংক ম্যানেজার ও কর্মকর্তাদের জানিয়ে স্থানীয়দের সহায়তায় ভেতরে প্রবেশ করেন। পরে সহিদুলকে হাতেনাতে ধরে তার ব্যাগ থেকে ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। ব্যাংকের ভল্টেও ডাকাতির চেষ্টার চিহ্ন পাওয়া গেছে।
এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদ নিশ্চিত করেছেন, “ডাকাতির চেষ্টায় একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আটক যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
ব্যাংকের ব্যবস্থাপক নুরুজ্জামান জানান, সহিদুল ওই ব্যাংকের গ্রাহক ছিলেন এবং বিকেলে তার একাউন্ট থেকে টাকা উত্তোলন করেন। বিকেল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে ব্যাংক থেকে সবার প্রস্থান করার পর সহিদুল ব্যাংকের ভিতরে ছিলেন। রাত সাড়ে আটটায় তিনি ম্যানেজারকে ফোন করে সাহায্য চাইলে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়।
ব্যাংকের নাইটগার্ড আনিস জানান, সহিদুল অফিসের কেচি গেইটের ফোল্ডিং দরজার পাশে লুকিয়ে ছিলেন এবং ম্যানেজারকে ফোন করার পর স্থানীয়দের সাহায্যে তাকে দেখা যায়। ভজনপুর ইউনিয়নের ইউপি সদস্য তবিবর রহমান বলেন, গুরুত্বপূর্ণ বাজারের মাঝেই ব্যাংকটির অবস্থান, তাই ডাকাতির চেষ্টার ব্যর্থতা স্থানীয়দের তৎপরতার কারণে সম্ভব হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...