বিজ্ঞাপন
২৮ আগস্ট, বৃহস্পতিবার বিকাল ৩.৫০ ঘটিকায় রামু ব্যাটালিয়নের অধিনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে টহল তৎপরতা জোরদার করার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি সন্দেহজনক মাইক্রোবাস আটক করা হয়। লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় সহকারী পরিচালক মোঃ কবির হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
চালক শ্যামল কান্তি দাস (৪১), যিনি কক্সবাজার সদর উপজেলার মল্লিক পাড়া এলাকার বাসিন্দা, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোনো তথ্য না দিলেও পরে চালকের সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ২৬,৬০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এর আনুমানিক বাজার মূল্য ৭৯ লাখ ৮০ হাজার টাকা।
মাদক চোরাচালানীর সঙ্গে শ্যামল কান্তি দাসের সহযোগিতাকারী হিসেবে কক্সবাজার সদর উপজেলার চৌদ্দঘোনা এলাকার মৃত অজিত শর্মার পুত্র, শ্রী মামুন শর্মা লিটন (৪৫) এর নাম উল্লেখ করা হয়েছে।
রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশের এই অভিযান স্থানীয় ও সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে।
প্রতিবেদক- মোহাম্মদ শাহজাহান, রামু, কক্সবাজার।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...