Logo Logo

পুলিশের প্রচেষ্টায় উদ্ধার ২৪ টি মোবাইল, হারানো ফোন পেয়ে মালিকদের চোখে আনন্দের দীপ্তি


Splash Image

হারানো ফোন ফিরে পেয়ে খুশিতে মালিকদের মুখে ফুটে উঠেছে হাসি

জামালপুরের বকশীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে চুরি ও হারানো ২৪টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। হারানো ফোন ফেরত পেয়ে খুশিতে মালিকদের মুখে ফুটে উঠেছে হাসি।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে থানা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মোবাইল ফোন হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা পুলিশের দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম। তিনি বলেন—

"মানুষের চুরি বা হারানো জিনিস উদ্ধার করে ফিরিয়ে দেওয়া পুলিশের নৈতিক দায়িত্ব। আমরা সর্বদা জনগণের পাশে থেকে তাদের সেবা করতে বদ্ধপরিকর।"

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন—

"অনেক সময় মানুষ তাদের হারানো মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা ছেড়ে দেয়। তবে আমাদের নিরলস প্রচেষ্টায় এই ২৪টি ফোন উদ্ধার সম্ভব হয়েছে।"

থানা সূত্রে জানা যায়, বকশীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোস্তাক আহমেদ ও এএসআই আবদুল জলিলের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় অভিযান চালিয়ে এসব মোবাইল উদ্ধার করে।

ফোন ফেরত পেয়ে এক মালিক বলেন—

"আমি ভেবেছিলাম আর ফোনটি পাব না। কিন্তু বকশীগঞ্জ থানা পুলিশকে ধন্যবাদ, তারা আমার হারানো ফোনটি ফিরিয়ে দিয়েছে।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...