Logo Logo

প্রেস সচিব শফিকুল আলম

‘আইসিটি আইনের মামলায় অভিযুক্তরা এমপি বা সরকারি চাকরিতে প্রার্থী হতে পারবেন না’


Splash Image

ছবি : সংগৃহীত।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইনে নতুন ধারা যুক্ত হওয়ায় এখন থেকে কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র গৃহীত হলে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার বা বহাল থাকার যোগ্যতা হারাবেন। একইভাবে তিনি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক পদে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, “ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এ সেকশন ২০ (সি) যুক্ত করা হয়েছে। নতুন সংযোজন অনুযায়ী, কোনো ব্যক্তির বিরুদ্ধে এই আইনের সেকশন ৯(১)-এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল হলে তিনি সংসদ সদস্য বা স্থানীয় সরকারের কোনো নির্বাচিত পদে প্রার্থী বা বহাল থাকার যোগ্য থাকবেন না।”

প্রেস সচিব আরও জানান, এ নতুন ধারা অনুসারে অভিযুক্ত ব্যক্তি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়ার কিংবা অন্য কোনো সরকারি অফিসে অধিষ্ঠিত হওয়ারও অযোগ্য হবেন।

আইনের এ পরিবর্তনকে দেশীয় রাজনীতি ও প্রশাসনিক কাঠামোয় একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই বিধান বাস্তবায়ন হলে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের রাজনৈতিক ও প্রশাসনিক পদে থাকা কার্যত অসম্ভব হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...