Logo Logo

নড়াইলে ‘ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ’ নাটক : ভিকটিম উদ্ধার, স্ত্রী-আত্মীয়সহ গ্রেপ্তার ৪


Splash Image

নড়াইলে ডিবি পুলিশ পরিচয়ে সাজানো ‘অপহরণ নাটক’-এর ঘটনা তদন্তে ফাঁস হয়ে গেছে। সদর উপজেলার তপনভাগ গ্রামের ইব্রাহিম মোল্যা (৩৮) কে যশোর থেকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল সদর থানায় আয়োজিত প্রেসবিফিংয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত ২ সেপ্টেম্বর রাতে ইব্রাহিমের স্ত্রী মোসাঃ ইরানী খাতুন থানায় অভিযোগ করেন, তিনজন অজ্ঞাত ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে তার স্বামীকে তুলে নিয়ে গেছে। তিনি অভিযোগে উল্লেখ করেন, জলমহল দখল ও পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ ষড়যন্ত্রমূলকভাবে এ কাজ করেছে।

অভিযোগের ভিত্তিতে পুলিশ, ডিবি ও সাইবার ক্রাইম ইউনিট যৌথভাবে তদন্তে নামে। পরে গোপন সংবাদের ভিত্তিতে ৫ সেপ্টেম্বর ভোরে যশোর কোতোয়ালি থানার বকচর এলাকার একটি বাড়ি থেকে ইব্রাহিমকে উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে ইব্রাহিম স্বীকার করেন, দেনা-পাওনা ও পারিবারিক পরিকল্পনার অংশ হিসেবে তিনি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। প্রতিপক্ষকে মিথ্যা মামলায় ফাঁসানো এবং সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এই অপহরণের নাটক সাজানো হয়।

এ ঘটনায় ইব্রাহিমের স্ত্রী ইরানী খাতুন, ভাই রুহুল আমিন ও চাচা রমজান আলীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারাও নাটক সাজানোর কথা স্বীকার করেছেন।

ঘটনার বিষয়ে সদর থানার এসআই হায়াৎ মাহমুদ খাঁন বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

প্রতিবেদক- মো. নূরুন্নবী সামদানী, নড়াইল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...