তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। ফাইল ছবি
বিজ্ঞাপন
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর তথ্য ভবনে আয়োজিত ‘নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। সভায় দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রকাশক, সম্পাদক ও সাংবাদিকরা অংশ নেন। তারা সংবাদ সংগ্রহে অতীতের অভিজ্ঞতা তুলে ধরে ভবিষ্যতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
উপদেষ্টা মাহফুজ আলম বলেন, “গত ১৫ বছরে গণমাধ্যম আস্থা হারিয়েছে। আগামী জাতীয় নির্বাচনে জনগণ যেন সহিংসতার শিকার না হয়, তা নিশ্চিত করতে সরকার সব ব্যবস্থা নেবে। গণমাধ্যমকেও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”
তিনি আরও বলেন, “যদি কোনো সহিংসতা ঘটে, গণমাধ্যমের দায়িত্ব থাকবে তার মূল কারণ ও দায়দায়িত্ব খুঁজে বের করে জনগণকে জানানো।”
সভায় অংশগ্রহণকারীরা বিশেষ করে নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...