বিজ্ঞাপন
অভিযানটি উপজেলার উৎরাইল ও যাদুয়ারচর এলাকায় পরিচালিত হয়। এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা ও স্থানীয় পুলিশ সদস্যরা। এসময় তিনটি মামলায় অর্ধলক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
প্রশাসন জানায়, আড়িয়াল খাঁ নদীর উৎরাইল ব্রিজ সংলগ্ন এলাকায় একটি ড্রেজারে অভিযান চালানো হলে প্রায় ২০০ মিটার পাইপ বিনষ্ট ও তিনটি লোহার পাইপ জব্দ করা হয়। একইসঙ্গে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত অন্যান্য সরঞ্জামও ধ্বংস করা হয়।
ইউএনও এইচ এম ইবনে মিজান বলেন,
শিবচরে অবৈধ ড্রেজার ও বালু ব্যবসা আর চলবে না। এসবের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইন ভঙ্গকারীদের ছাড় দেওয়া হবে না।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলনে নদীভাঙনসহ পরিবেশ ও জনপদে ভয়াবহ ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছিল। ইউএনও’র জিরো টলারেন্স ঘোষণায় জনমনে স্বস্তি ফিরেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...