Logo Logo

স্বর্ণের চেইন চুরির সময় ৪ নারী ছিনতাইকারী আটক


Splash Image

জামালপুরের বকশীগঞ্জে স্বর্ণের চেইন ও গয়না চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে চারজন নারী এবং একজন সিএনজি চালক রয়েছেন।


বিজ্ঞাপন


পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল এলাকার নাসিমা আক্তার (২৫), ফাতেমা আক্তার (২২) ও ইয়াসমিন আক্তার (২০) দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে নারীদের কাছ থেকে স্বর্ণের চেইন ও গয়না চুরি করে আসছিলেন। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে মেরুরচর ইউনিয়নের খেওয়ারচর এলাকায় বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরির সময় স্থানীয়রা নাসিমাসহ তিনজনকে হাতে নাতে ধরে পুলিশের হাতে সোপর্দ করে।

ঘটনার পর ভুক্তভোগীর স্বামী রুহুল আমিন বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারীরা নিজেদের একটি চোর সিন্ডিকেটের সদস্য হিসেবে স্বীকার করেন এবং জানায় বিভিন্ন জেলায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

তাদের দেওয়া তথ্যে বুধবার রাতেই পুলিশ ময়মনসিংহের তারাকান্দা ও শম্ভুগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সাথী আক্তার নামে আরও এক নারীকে আটক করে। একই রাতে তারাকান্দা এলাকা থেকে চক্রের সহযোগী সিএনজি চালক মোস্তাকিমকেও গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বকশীগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তারকৃত পাঁচজনকে জামালপুর আদালতে প্রেরণ করে।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, “আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এরা মূলত নারীদের টার্গেট করে কৌশলে স্বর্ণালঙ্কার ছিনতাই করতো। দ্রুত বিচার আইনে তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এই চক্রের সঙ্গে যারা জড়িত থাকুক, কাউকেই ছাড় দেওয়া হবে না।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...