Logo Logo

সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার


Splash Image

রাজধানীর ইস্কাটন এলাকা থেকে সাবেক সচিব আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।


বিজ্ঞাপন


ডিবি যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রাজধানীর ইস্কাটনের একটি ভবন থেকে সাবেক সচিবকে গ্রেপ্তার করা হয়েছে। তবে, এখন পর্যন্ত কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ডিবির এক বার্তায় বলা হয়, সাবেক সচিবকে রাজধানীতে ‘মঞ্চ-৭১’ সংক্রান্ত ষড়যন্ত্রের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়ায় রয়েছে। ঘটনা নিয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হবে বলে বার্তায় উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...