ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আজকের সভায় নির্বাচনের প্রস্তুতি, সারাদেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি, মাদক, চুরি, ছিনতাই, ডাকসু-জাকসু নির্বাচন, রোহিঙ্গা ইস্যু এবং সাগরের ইলিশ মাছ নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে মাদক নিয়ে বেশি আলোচনা হয়েছে।”
ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, সোমবার উপাচার্যের সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা ভালো প্রস্তুতি নিয়েছেন। তিনি বলেন, “আমরা আশা করছি খুব ভালো একটি নির্বাচন হবে। মিডিয়াতে দেখেছি নির্বাচন সুষ্ঠুভাবেই চলছে।”
জাতীয় নির্বাচনের সঙ্গে ডাকসু নির্বাচনের তুলনা করা যায় কি না—এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ডাকসুর ভোটাররা সবাই শিক্ষিত সমাজের। জাতীয় নির্বাচন একেবারেই ভিন্ন বিষয়। তবে ডাকসু নির্বাচন একটি মডেল হিসেবে কাজ করবে।”
তিনি আরও বলেন, “ডাকসু নির্বাচনে যারা প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন তারা সবাই উচ্চশিক্ষায় শিক্ষিত। জাতীয় পর্যায়ে কিন্তু পরিস্থিতি ভিন্ন। তারপরও এটা অবশ্যই একটি মডেল। অনেক বছর পর নির্বাচন হচ্ছে, আমরা চাই এটি ভালোভাবে সম্পন্ন হোক।”
ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলার আশঙ্কা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, “আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই। সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে ও ভোট দিচ্ছে। সকালে মিডিয়াতে নির্বাচন নিয়ে খবর দেখে মনটা ভালো হয়ে গেছে।”
জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, মূলত প্রস্তুতি ও প্রশিক্ষণ নিয়ে আলোচনা হয়েছে। “পুলিশসহ অন্যান্য বাহিনী ইতোমধ্যেই প্রশিক্ষণ শুরু করেছে। নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। টাকা-পয়সা সংক্রান্ত কিছু বিষয় আছে, তা নিয়ে সচিবের সঙ্গে আলোচনা করব।”
তিনি আরও বলেন, প্রযুক্তির কারণে এখন ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই তথ্য পাওয়া যায়। এটি ভালো হলেও কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি করে। তবে তার বিশ্বাস, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন সম্ভব হবে। “প্রধান উপদেষ্টা বলেছেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।”
অন্যদিকে ইলিশ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এবার ইলিশের প্রজনন কমেছে। আমাদের জেলেরা নতুন প্রযুক্তির জাল ব্যবহার করছে, যাতে পোনা মাছসহ সবকিছু ধরা পড়ে। এটা বন্ধ করার বিষয়ে আলোচনা হয়েছে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...