Logo Logo

গাজীপুরে বিলুপ্ত প্রজাতির বার্মিজ পাইথন উদ্ধার


Splash Image

গাজীপুর সদর উপজেলার পিরুজালী ময়তাপাড়ায় একটি বাড়িতে বিলুপ্তপ্রায় অজগর (বার্মিজ পাইথন) সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী ডিভিশনের ভাওয়াল রেঞ্জের কর্মকর্তা ও কর্মীরা।


বিজ্ঞাপন


বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টায় স্থানীয়দের খবর পাওয়ার পর বন বিভাগের স্টাফরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজগর সাপটি উদ্ধার করেন। ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, রাজেন্দ্রপুর ভাওয়াল রেঞ্জের নির্দেশনায় বনকর্মীরা এলাকাবাসীর উপস্থিতিতে অজগরটিকে উদ্ধার করেন এবং বিকেল ৩টায় রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

স্থানীয় বাসিন্দা সাপুড়ে নাজিম জানান, মনিপুর বেলতলী এলাকার রোকনের বাড়ির কাঠের ভুসির ভিতর অজগর সাপটি দেখতে পেয়ে তিনি সকাল ৮টায় সেখানে গিয়ে সাপটি ধরেন। পরে স্থানীয় সংবাদকর্মীদের সহযোগিতায় বন বিভাগের কর্মীরা সাপটিকে নিরাপদে উদ্ধার করেন এবং ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করেন।

শহিদুল ইসলাম আরও জানান, "সদর উপজেলার মণিপুরে একটি বসতবাড়ির ভুষির ভিতর অজগর সাপ পাওয়া গেছে বলে খবর পেয়ে বন বিভাগের স্টাফদের পাঠানো হয় এবং সাপটি উদ্ধার করে নিরাপদে ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।"

সাপটি স্থানীয় এলাকায় কিভাবে প্রবেশ করেছে, তা নিয়ে তিনি বলেন, "মূলত এ ধরনের অজগর সাপ বনাঞ্চলে থাকে। খাদ্যের অভাবে এটি মানুষের বসতবাড়িতে এসেছে কিনা, তা গবেষণার মাধ্যমে বলা সম্ভব। তবে গাজীপুর সাফারি পার্ক থেকে কোন অজগর সাপ হারিয়ে যায়নি।"

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...