Logo Logo

আওয়ামী লীগের পদে থেকে কৃষকদলের নামে সংবাদ সম্মেলন, এলাকায় বিতর্কের ঝড়


Splash Image

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনে ফের বিতর্কের ঝড় উঠেছে। আওয়ামী লীগের পদে থেকে জাতীয়তাবাদী কৃষকদলের নামে সংবাদ সম্মেলন করায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে।


বিজ্ঞাপন


শনিবার (০৪ অক্টোবর) সকালে বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অফিসে সংবাদ সম্মেলন করেন ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রমজান আলী (৪২)। এতে তিনি নিজেকে কৃষকদলের সদস্য পরিচয় দিয়ে বক্তব্য রাখেন।

স্থানীয় বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “যে ব্যক্তি প্রকাশ্যে আওয়ামী লীগের রাজনীতি করে, সে কিভাবে বিএনপি ও কৃষকদলের নামে সংবাদ সম্মেলন করে? এটি স্পষ্টতই একটি নাটক ও ষড়যন্ত্র, যার মাধ্যমে কৃষকদল ও বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে।”

মেরুরচর ইউনিয়ন যুবদলের সভাপতি মফিজুর রহমান বিপ্লব (৩৫) এবং সাধারণ সম্পাদক সুজন নূর (৩২) বলেন, “রমজান আলী আওয়ামী লীগের পরিচয় লুকিয়ে কৃষকদলের সদস্য পরিচয় দিচ্ছেন, যা সম্পূর্ণ বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তাকে বহিষ্কারের দাবি জানাচ্ছি।”

এ ঘটনার পর মেরুরচর ইউনিয়নে রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...