Logo Logo

আশুগঞ্জে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক রোগীর সেবা গ্রহণ


Splash Image

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শনিবার (৪ অক্টোবর) বিকেলে আয়োজন করা হয় একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ কর্মসূচিতে সহস্রাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।


বিজ্ঞাপন


অনুষ্ঠানের উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির শাহজাহান ভূইয়া এবং সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা সাধারণ সম্পাদক আখতার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনের দলীয় এমপি প্রার্থী মাওলানা মোবারক হোসেন আকন্দ।

প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ডা. নোমান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এনডিএফ সভাপতি এম এ হানিফ, জেলা অফিস সেক্রেটারি মুহাম্মদ মনিরুজ্জামান, আশুগঞ্জ প্রেসক্লাব সভাপতি সেলিম পারভেজ, সাবেক সভাপতি সাংবাদিক মোজাম্মেল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার নাইমুর রহমান ও সমাজসেবক জাবেদ মুন্সি।

ক্যাম্পে বারো জন চিকিৎসক কয়েকটি বুথে রোগীদের সাধারণ চিকিৎসা, রক্তচাপ, ডায়াবেটিস, শিশু ও নারীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন। উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ চিকিৎসা নিতে ক্যাম্পে ভিড় করেন।

জামায়াতে ইসলামীর জেলা আমির মাওলানা মোবারক হোসেন বলেন, “মানবসেবা আমাদের ঈমানি দায়িত্ব। মানুষের কল্যাণে জামায়াতে ইসলামী সর্বদা কাজ করে আসছে। এই ফ্রি মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক মানুষ চিকিৎসা সেবা নিয়েছেন—এটাই আমাদের সাফল্য। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসার পাশাপাশি রোগীদের বিনামূল্যে পরামর্শ ও প্রয়োজনীয় কিছু ওষুধও সরবরাহ করা হয়েছে। ক্যাম্পে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, চিকিৎসক, সাংবাদিকসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...