বিজ্ঞাপন
স্থানীয়রা অভিযোগ করেন, বালু ইজারাদাররা নির্ধারিত স্থান বাদ দিয়ে ইউনিয়নের পাশ থেকে বালু উত্তোলন করছে। এর ফলে ভিটেমাটি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বক্তাদের দাবি, পুরো ইউনিয়নটি বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে।
সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুস্তম আলী সরদারের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক যুবদল কেন্দ্রীয় নেতা এইচ এম দ্বীন মোহাম্মদ।
এছাড়া বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ইউপি সদস্য ফিরোজ খান, হুমায়ুন কবির, মোহাম্মদ আল-আমিন, নারী নেত্রী সোনালী রানী ও শাহানা বেগম, বিএনপি নেতা নজীর হোসেন, সিরাজ হোসেন, আব্দুর রব এবং ছাত্রনেতা আল আমিন প্রমুখ।
মানববন্ধনে এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেন। বক্তারা বলেন, অবৈধভাবে নদীর পাড় কেটে বালু তুলতে থাকলে ইউনিয়নটি মানচিত্র থেকেও মুছে যেতে পারে। তারা দাবি জানান, যেখানে টেন্ডার রয়েছে কেবল সেখান থেকেই বালু উত্তোলন করতে হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...