Logo Logo

এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশের সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মনোহরদীর কৃতিসন্তান বিপ্লব


Splash Image

নরসিংদীর মনোহরদী উপজেলার কৃতিসন্তান ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (AAB)-এর সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।


বিজ্ঞাপন


শনিবার (৪ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজভী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ছয় সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ড. কামরুজ্জামান কায়সারকে আহ্বায়ক এবং ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শাহাদত হোসেন বিপ্লবকে সদস্য সচিব করে এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশের (AAB) আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া যুগ্ম আহ্বায়ক-১ হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহাদত হোসেন চঞ্চল (ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়), যুগ্ম আহ্বায়ক-২ প্রফেসর আবুল বাশার (শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়), যুগ্ম আহ্বায়ক-৩ ড. শফিকুল ইসলাম শফিক (ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়) এবং সদস্য (দপ্তরের দায়িত্ব) হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রফেসর জমসেদ আলম (শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়)।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী দুই সপ্তাহের মধ্যে একজন নতুন সদস্য যুক্ত করে নয় সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

মনোহরদীর গর্ব কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লবকে এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করায় স্থানীয়ভাবে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। কৃষকদের অধিকার আদায়, কৃষি খাতের সার্বিক উন্নয়ন এবং কৃষি গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...