বিজ্ঞাপন
দিবসটি উদযাপন উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান এর নেতৃত্বে রবিবার (০৫ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক হলে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে পাবলিক হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক। এসময় তিনি বলেন, “শিক্ষক সমাজ জাতির আলোকবর্তিকা। তাদের নিষ্ঠা, অধ্যবসায় ও মানবিক মূল্যবোধের মাধ্যমেই গড়ে উঠবে শিক্ষিত প্রজন্ম ও উন্নত বাংলাদেশ।”
তিনি শিক্ষকদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে আরও বলেন, “শিক্ষার্থীদের প্রতি যত্নবান হতে হবে, আর শিক্ষার্থীদের উচিত শিক্ষকদের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ বজায় রাখা।”
জেলা শিক্ষা অফিসার জাহাংগীর কবির আহমেদ এর তত্ত্বাবধানে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমিন এবং উপজেলা নির্বাহী অফিসার (সদর) আসমা বিনতে রফিক।
দিবসটি উপলক্ষে শিক্ষক সমাজের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে আলোচনাসভা ও র্যালির মধ্য দিয়ে শেষ হয় নেত্রকোনায় বিশ্ব শিক্ষক দিবসের আনুষ্ঠানিকতা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...