বিজ্ঞাপন
সোমবার বিকেলে হাটহাজারী ডাক বাংলো চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর, হাটহাজারী মাদরাসার সিনিয়র মুফতী ও মুহাদ্দিস আল্লামা মুফতী জসিম উদ্দিন বলেন—
“নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব নামের এক কুলাঙ্গার কর্তৃক মহাগ্রন্থ আল-কুরআন অবমাননার জঘন্য ঘটনা দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়ে গভীরভাবে আঘাত করেছে। যারা এমন ন্যক্কারজনক কাজ করছে, তারা আদর্শিকভাবে পরাজিত হয়ে উসকানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। সরকারের উচিত এই ঘটনার নেপথ্যের ইন্ধনদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা। যদি সরকার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না করে, তবে আমরা দেশের শীর্ষ ওলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে ঢাকা অভিমুখে লংমার্চের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।”
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় উপদেষ্টা, হাটহাজারী মাদরাসার শিক্ষা সচিব ও প্রধান মুফতী আল্লামা মুফতী কিফায়াতুল্লাহ। তিনি বলেন—
“পবিত্র আল-কুরআন একটি সার্বজনীন ও বিশ্বজনীন গ্রন্থ। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষের উচিত এ মহান গ্রন্থের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা। আল-কুরআনই মানুষের শ্রেষ্ঠত্বের মানদণ্ড। মুসলমানরা শান্তিপ্রিয় জাতি, তবে কুরআন অবমাননার মাধ্যমে বারবার মুসলমানদের উসকানি দেওয়া হচ্ছে। আমরা কোনো উসকানিতে পা দেব না; বরং ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ উপায়ে প্রতিটি সমস্যার সমাধান করবো, ইনশাআল্লাহ।”
সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতী মুহাম্মদ আলী কাসেমী।
যৌথ সঞ্চালনায় ছিলেন মাওলানা এমরান সিকদার ও মাওলানা কামরুল ইসলাম কাসেমী।
অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন—
হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দিন মুনির,
হেফাজতের সহকারী মহাসচিব মাওলানা জাকারিয়া নোমান ফয়জী,
মাওলানা মাহমুদুল হোসাইন, মাওলানা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান, মাওলানা আনোয়ার শাহ আযহারী, মাওলানা মতিউল্লাহ নূরী, মাওলানা জুনাইদ বিন ইয়াহইয়া, মাওলানা নিজাম সাইয়্যিদ, মাওলানা জয়নাল আবেদীন, জনাব নূর মুহাম্মদ, মুফতী মাসউদুর রহমান চৌধুরী, মাওলানা সাকিব আমজাদ জমিরী, জনাব মোরশেদ আলম, মাওলানা হাফেজ আব্দুল মাবুদ ও মুহাম্মদ রাশেদুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশ শেষে হাজারো আলেম-ওলামা ও তৌহিদী জনতা হাটহাজারী ডাক বাংলো চত্বর থেকে এক বিশাল বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক প্রদক্ষিণ করে হাটহাজারী কলেজগেটে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...