বিজ্ঞাপন
রবিবার (৫ অক্টোবর, ২০২৫ খ্রি.) সংগঠনটির কেন্দ্রীয় উপদেষ্টা ফয়সাল আহাম্মদ ও মাহদী হাসান মজুমদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মোট ২০ (বিশ) জনকে বিভিন্ন পদে মনোনীত করা হয়েছে।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় পর্ষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। নতুন কার্যবর্ষের জন্য সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহম্মদ সজীব প্রধান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আব্দুর রহিম।
বিজ্ঞপ্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদককে ১০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই নির্দেশনা অনুযায়ী নব মনোনীত নেতৃত্ব মাত্র ৬ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় উপদেষ্টা পর্ষদে জমা দেন, যা আজ অনুমোদন সাপেক্ষে ঘোষণা করা হলো।
এছাড়া অন্যান্য পদে মনোনীত হয়েছেন গঠনতন্ত্রের ক্রমানুসারে- অর্থ সম্পাদক মোহাম্মদ রাজীব (কুমিল্লা বিশ্ববিদ্যালয়), উপ-অর্থ সম্পাদক নুরুন্নবী সোহান (পবিপ্রবি), দপ্তর সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া (ঢাকা বিশ্ববিদ্যালয়), উপ-দপ্তর সম্পাদক আলম-গীর হোসেন (নজরুল বিশ্ববিদ্যালয়), আইন বিষয়ক সম্পাদক মিরাজ আলী (ঢাকা বিশ্ববিদ্যালয়), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাকিব হাসান নীল (ঢাকা কলেজ), সাহিত্য, প্রকাশনা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ইমরান লস্কর (রাজশাহী বিশ্ববিদ্যালয়), প্রচার সম্পাদক ইমন হাওলাদার (ঢাকা কলেজ), উপ-প্রচার সম্পাদক মায়িশা ফাহমিদা ইসলাম (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেসবাহ উদ্দিন মিহির (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)। সংগঠনটির কেন্দ্রীয় সম্পাদকীয় পর্ষদ এ যথাক্রমে ৪জন মনোনীত হয়েছেন জুবায়েদ মোস্তফা (গোবিপ্রবি), সেজুঁতি দাস মুমু (বেরোবি), বুশরা আমিন (ইডেন মহিলা কলেজ), নাদিয়া আফরোজ (কুমিল্লা বিশ্ববিদ্যালয়)।
২০১৮ সালের ২৩ জুলাই প্রতিষ্ঠিত এই সংগঠনটি তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করা সহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে। বর্তমানে দেশের ২১টি পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে লেখালেখিতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...