বিজ্ঞাপন
নতুন দাম অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমে ১,২৪১ টাকা হয়েছে। এর আগে এটি ছিল ১,২৭০ টাকা, অর্থাৎ ভোক্তা পর্যায়ে প্রতি সিলিন্ডারে ২৯ টাকা কমানো হয়েছে।
অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছে। আগের দাম ৫৮ টাকা ১৫ পয়সা থেকে কমিয়ে নতুন করে ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে সেপ্টেম্বর মাসে এলপিজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১,২৭০ টাকা নির্ধারণ করা হয়েছিল। সেই সময় অটোগ্যাসের দাম ১৩ পয়সা কমে ৫৮ টাকা ১৫ পয়সা হয়।
বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অক্টোবর মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি প্রতি টন যথাক্রমে ৪৯৫ মার্কিন ডলার ও ৪৭৫ মার্কিন ডলার। প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী, প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি টন ৪৮২ মার্কিন ডলার বিবেচনায়, অক্টোবর মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম ভোক্তা পর্যায়ে সমন্বয় করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...