Logo Logo

নেত্রকোণার মদনে ব্র‍্যাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান


Splash Image

“পার করেছি আঠারো, পেরিয়ে যাবো পাহাড়ও”—এই শ্লোগানকে সামনে রেখে নেত্রকোনার মদন উপজেলায় অনুষ্ঠিত হলো ব্র্যাকের ‘স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন’ অনুষ্ঠান। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেয় স্থানীয় কিশোরী ও কিশোরেরা।


বিজ্ঞাপন


অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্র্যাকের ডেপুটি ম্যানেজার অপূর্ব দাস। সভাপতিত্ব করেন ব্র্যাক মদন অফিসের এলাকা ব্যবস্থাপক জনাব আব্দুল হালিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসের প্রতিনিধি এনামুল হক। সার্বিক সহযোগিতা করেন জহিরুল ইসলাম, অফিসার সেলফ, মদন অফিস।

অনুষ্ঠানে অংশ নেওয়া স্বপ্নসারথি দলের কিশোরীরা নিজেদের অনুভূতি প্রকাশ করে। তাদের মধ্যে মাহিয়া আক্তার, চাঁদনী আক্তার ও আকলিমা আক্তার উল্লেখযোগ্য। কিশোরীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন চাঁদনী ও মাহিয়া আক্তার।

অনুষ্ঠানজুড়ে ছিল কিশোরীদের আত্মবিশ্বাস, ভবিষ্যৎ গঠনের অঙ্গীকার ও সামাজিক পরিবর্তনের প্রত্যয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...