Logo Logo

যশোরে পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু


Splash Image

যশোরে পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে সদর উপজেলার সাতমাইল ও ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহতরা হলো—সদর উপজেলার সুলতানপুর গ্রামের হোসেন আলীর ছেলে মুজাহিদ (৭), রসুলপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী রহমত বিশ্বাস জীবনের ছেলে আপন (৮) এবং দোগাছিয়া গ্রামের বিপুল হোসেনের ছেলে তাওহীদ হাসান (৫)।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে আপনি তার মায়ের সঙ্গে নানাবাড়ি সাতমাইল গ্রামে বেড়াতে যায়। পরে খালাতো ভাই মুজাহিদের সঙ্গে বাড়ির পাশে লাউখালী বাওড়ে মাছ ধরতে নামে। এক পর্যায়ে তারা দুজন পানিতে ডুবে যায়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাকিরুল ইসলাম বলেন, ‘দুই শিশুকে হাসপাতালে আনার আগেই তারা মারা গিয়েছিল।’ তিনি জানান, তাদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

অন্যদিকে ইসলামপুর ইউনিয়নের দোগাছিয়া গ্রামে সকালে বাড়ির পাশের পুকুরে পড়ে তাওহীদ হাসানের মৃত্যু হয়। নিহত শিশুর নানা তরফ আলী জানান, জামাই ও মেয়ে তাঁর বাড়িতেই থাকেন। সকালে সবার অজান্তে তাওহীদ খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের মতে, টানা বৃষ্টির কারণে আশপাশের জলাশয় ও পুকুরগুলোতে পানি বেড়ে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। সচেতনতা না থাকায় এমন মর্মান্তিক ঘটনা প্রায়ই ঘটছে বলে জানান তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...