বিজ্ঞাপন
হজযাত্রীদের নিবন্ধন প্রক্রিয়াকে আরও সহজ করতে বড় ধরনের স্বস্তির খবর দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এবার ২০২৬ সালের হজে গমনেচ্ছুদের নিবন্ধনের ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ পাসপোর্টও গ্রহণযোগ্য করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি পত্র জারি করা হয়। পত্রে বলা হয়েছে, ২০২৬ সালের হজে নিবন্ধন করতে আগ্রহী যাত্রীরা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট ব্যবহার করে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।
তবে মন্ত্রণালয় সতর্ক করেছে—পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলেও ভিসা প্রাপ্তির আগে অবশ্যই হালনাগাদ পাসপোর্ট সিস্টেমে আপলোড করতে হবে। অন্যথায় কোনো হজযাত্রীর ভিসা ইস্যু হবে না। অর্থাৎ, প্রাথমিক নিবন্ধনে ছাড় থাকলেও ভিসা প্রক্রিয়ায় নতুন বা মেয়াদবর্ধিত পাসপোর্ট বাধ্যতামূলক থাকবে।
এছাড়া সৌদি সরকারের ঘোষিত হজ রোডম্যাপ অনুযায়ী, আগামী ১২ অক্টোবর শেষ হচ্ছে ২০২৬ সালের হজযাত্রী নিবন্ধন কার্যক্রম। তাই যারা এখনও নিবন্ধন সম্পন্ন করেননি, তারা দ্রুত আবেদন করার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।
ধর্ম মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে অনেক হজ এজেন্সি ও আগ্রহী হজযাত্রীরা স্বাগত জানিয়েছেন। কারণ, পাসপোর্ট নবায়নের জটিলতা ও সময়সাপেক্ষ প্রক্রিয়া অনেক সময় নিবন্ধনে বিঘ্ন ঘটায়। ফলে এই সিদ্ধান্ত হাজিদের জন্য বাস্তবিক স্বস্তি নিয়ে এসেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...