বিজ্ঞাপন
আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
উপাচার্য বলেন, আইন পাশ না হওয়ায় এখনি আমরা নির্বাচন কমিশন গঠন করতে পারছি না। তবে একটি নির্বাচন প্রস্তুতি কমিটি গঠন করা হবে। পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের এ কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। কমিটি নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন কাজ করবে।
এদিকে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে পাস হওয়া জকসুর বিধিমালা ইউজিসি থেকে পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালযয়ে। শীঘ্রই শিক্ষা মন্ত্রণালয়ে আইন চূড়ান্ত করণের জন্য একটি কমিটি গঠন হবে। এবং আগামী ১৫ দিনের মধ্যে এই আইন পাস হয়ে আসবে বলে আশা করছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে গত ১৭ সেপ্টেম্বর জকসুর রোডম্যাপ প্রকাশ পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন যা আইন পাস হওয়া সাপেক্ষে বাস্তবায়ন করা হবে জানানো হয়। ওই রোডম্যাপ অনুযায়ী নির্বাচন আগামীকাল ৮ অক্টোবর নির্বাচন কমিশন এবং ২৭ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে জানানো হয়।
-জবি প্রতিনিধি
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...