Logo Logo

অপূর্ব পালের কাণ্ডে উত্তাল নর্থ-সাউথ

‘ঘৃণার জবাব মানবতায়’— কোরআন বিতরণে নর্থ-সাউথের শিক্ষার্থীরা


Splash Image

কোরআন অবমাননার জবাব ‘ইতিবাচক পথে’, নর্থ-সাউথে শিক্ষার্থীদের অনন্য উদ্যোগ। ছবি:- সংগৃহীত

নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে কোরআন অবমাননার ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা বিনামূল্যে কোরআন বিতরণ কর্মসূচি আয়োজন করেছেন। তারা বলেন, ধর্মীয় অবমাননা নয়, মানবতার বার্তাই হওয়া উচিত সকলের অঙ্গীকার।


বিজ্ঞাপন


রাজধানীর বসুন্ধরায় অবস্থিত নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পবিত্র কোরআন বিতরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী অপূর্ব পালের কোরআন অবমাননার ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা এই উদ্যোগ নেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর ফটকে ‘ফ্রি কোরআন ডিস্ট্রিবিউশন’ শিরোনামে কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের ব্যানারে লেখা ছিল— “ধর্মীয় সম্প্রীতি ও মানবতার বার্তা ছড়িয়ে দিন”।

শিক্ষার্থীরা জানান, কোনো ধর্ম বা ধর্মীয় গ্রন্থ অবমাননা কখনোই সহনীয় নয়। তারা মনে করেন, শান্তিপূর্ণ ও ইতিবাচক প্রতিবাদের মাধ্যমে সমাজে ইসলামের প্রকৃত শিক্ষা ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া জরুরি। এজন্য তারা কোরআন বিতরণের মতো ইতিবাচক কর্মসূচি হাতে নিয়েছেন।

একজন অংশগ্রহণকারী শিক্ষার্থী বলেন, “অপূর্ব পালের আচরণ আমাদের সবাইকে কষ্ট দিয়েছে। কিন্তু ঘৃণার জবাব আমরা ভালোবাসা ও জ্ঞানের আলো দিয়ে দিতে চাই। তাই কোরআনের বার্তা যেন সবার কাছে পৌঁছে যায়—এই লক্ষ্যেই এই আয়োজন।”

প্রসঙ্গত, পবিত্র কোরআন অবমাননার দায়ে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত রোববার (৫ অক্টোবর) শিক্ষার্থী অপূর্ব পালকে স্থায়ীভাবে বহিষ্কার করে। একই ঘটনায় তাকে পুলিশ গ্রেপ্তার করে বর্তমানে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...