কোরআন অবমাননার জবাব ‘ইতিবাচক পথে’, নর্থ-সাউথে শিক্ষার্থীদের অনন্য উদ্যোগ। ছবি:- সংগৃহীত
বিজ্ঞাপন
রাজধানীর বসুন্ধরায় অবস্থিত নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পবিত্র কোরআন বিতরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী অপূর্ব পালের কোরআন অবমাননার ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা এই উদ্যোগ নেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর ফটকে ‘ফ্রি কোরআন ডিস্ট্রিবিউশন’ শিরোনামে কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের ব্যানারে লেখা ছিল— “ধর্মীয় সম্প্রীতি ও মানবতার বার্তা ছড়িয়ে দিন”।
শিক্ষার্থীরা জানান, কোনো ধর্ম বা ধর্মীয় গ্রন্থ অবমাননা কখনোই সহনীয় নয়। তারা মনে করেন, শান্তিপূর্ণ ও ইতিবাচক প্রতিবাদের মাধ্যমে সমাজে ইসলামের প্রকৃত শিক্ষা ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া জরুরি। এজন্য তারা কোরআন বিতরণের মতো ইতিবাচক কর্মসূচি হাতে নিয়েছেন।
একজন অংশগ্রহণকারী শিক্ষার্থী বলেন, “অপূর্ব পালের আচরণ আমাদের সবাইকে কষ্ট দিয়েছে। কিন্তু ঘৃণার জবাব আমরা ভালোবাসা ও জ্ঞানের আলো দিয়ে দিতে চাই। তাই কোরআনের বার্তা যেন সবার কাছে পৌঁছে যায়—এই লক্ষ্যেই এই আয়োজন।”
প্রসঙ্গত, পবিত্র কোরআন অবমাননার দায়ে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত রোববার (৫ অক্টোবর) শিক্ষার্থী অপূর্ব পালকে স্থায়ীভাবে বহিষ্কার করে। একই ঘটনায় তাকে পুলিশ গ্রেপ্তার করে বর্তমানে কারাগারে পাঠানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...