Logo Logo

পি আর পদ্ধতি বাস্তবায়নের দাবিতে নবীনগরে জামায়াতের গোলটেবিল বৈঠক


Splash Image

“জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও প্রকৃত জনমত কার্যকর করতে চাই” — এই শ্লোগানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জাতীয় নির্বাচনে পি আর পদ্ধতি (Proportional Representation System) বাস্তবায়ন বিষয়ে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) বিকেলে উপজেলার স্থানীয় সৈনিক হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ মোখলেছুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল বাতেন।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম খোকন, উপজেলা এনসিপির মুখ্য আহ্বায়ক আলমগীর হোসেন, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা জসিম উদ্দিন সরকার, পৌর জামায়াতের আমীর আব্দুল হালিম, পৌর সেক্রেটারি সাইফুল ইসলাম বাশার এবং জেলা জামায়াতের আইনজীবী ফোরামের সেক্রেটারি অ্যাডভোকেট শেখ মকবুল হোসেনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, দেশের সব ধরনের দুর্নীতি ও অনিয়ম রোধে জাতীয় নির্বাচনে পি আর পদ্ধতি বাস্তবায়ন অপরিহার্য। তাঁদের মতে, “পি আর পদ্ধতি ছাড়া এদেশে দুর্নীতি দূর করা সম্ভব নয়। সকল কিছুর ঊর্ধ্বে উঠে পি আর পদ্ধতি প্রবর্তনের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে।”

তারা আরও বলেন, “আমরাও ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, তবে জুলাই ঘোষণাপত্রের আইনি স্বীকৃতি ছাড়া জাতীয় নির্বাচন ফলপ্রসূ হবে না। প্রকৃত ভোটারদের মতামত প্রতিফলিত করতে হলে পি আর পদ্ধতির বাস্তবায়ন এখন সময়ের দাবি।”

প্রতিবেদক- মোহাম্মদ আবু সুফী, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...