বিজ্ঞাপন
শুক্রবার (১০ অক্টোবর) বিকালে বাকৃবিতে অবস্থিত সিআরপি ভবনে আয়োজিত এই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটের ৩০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড. মো. জহিরুল আলম, সিআরপির অকুপেশনাল থেরাপি বিভাগের সিনিয়র ক্লিনিক্যাল অকুপেশনাল থেরাপিস্ট ও ইনচার্জ সাদিয়া বাশার জিতুল, এবং সিআরপি ময়মনসিংহের সেন্টার ম্যানেজার মো. রাফিউল করিম।
সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে ড. জহিরুল আলম বলেন, “সুস্থভাবে জীবনযাপন করতে হলে আমাদের সবাইকে শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও সুস্থ থাকতে হবে। শারীরিকভাবে অসুস্থ হলেও মন ভালো থাকলে আমরা স্বাভাবিক কাজকর্ম করতে পারি। কিন্তু মন খারাপ থাকলে সুস্থ শরীর নিয়েও স্বাভাবিক কার্যক্রম করা কঠিন হয়ে যায়।”
এ সময় মো. রাফিউল করিম বলেন, “রোভার স্কাউটদের সঙ্গে সেমিনার আয়োজনের অন্যতম উদ্দেশ্যই হলো সামাজিক সচেতনতা বৃদ্ধি। রোভাররা বিভিন্ন সমাজসেবামূলক কাজে যুক্ত থাকে। আমরা যদি তাদের মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতন করতে পারি, তবে তারা সমাজে আরও বিস্তৃতভাবে সচেতনতা ছড়িয়ে দিতে পারবে।”
সেমিনার শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...