বিজ্ঞাপন
দেশে ফেরার পর সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে তিনি বলেন, “এখনও গাজা মুক্ত হয়নি। সেখানে এখনও আক্রমণ চলছে। আমাদের কাজ শেষ হয়নি। গাজাবাসীদের ওপর যে নির্যাতন হয়, তার তুলনায় আমাদের সঙ্গে যা হয়েছে, তা কিছুই নয়।”
শহিদুল আলম ফিলিস্তিনের স্বাধীনতার সংগ্রামে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ফিলিস্তিনের মুক্তি না হওয়া পর্যন্ত এই আন্দোলন থেমে থাকতে পারে না।
প্রসঙ্গত, আলোকচিত্রী ড. শহিদুল আলমসহ ‘কনশানস’ জাহাজের সব সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও ক্রু সদস্যকে গত বুধবার ভোরে ইসরায়েলি দখলদার বাহিনী অপহরণ করে। এরপর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দপ্তর থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ কর্তৃক শহিদুল আলমকে আটকের খবর পেয়ে জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে তার মুক্তি নিশ্চিত করতে তাৎক্ষণিক কূটনৈতিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
দেশে ফেরার আগে শহিদুল আলম তেল আবিব থেকে তুরস্কে পৌঁছান। তুরস্কের সহযোগিতায় তার মুক্তি ও প্রত্যাবর্তনের প্রক্রিয়া সম্পন্ন হয়।
এদিকে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...