Logo Logo

রাজাপুরে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ


Splash Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে প্রচারের অংশ হিসেবে ঝালকাঠির রাজাপুরে লিফলেট বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠি এলাকায় এ লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামালের নির্দেশনায় ঝালকাঠি জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. আতিকুর রহমান আতিকের পক্ষ থেকে এ কর্মসূচি পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বড়ইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আ. ছালাম তোতা, বড়ইয়া ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মো. দুলাল সিকদার, ইউনিয়ন যুবদল নেতা মো. শহিদুল ইসলাম, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জিয়াউর হক জলিল, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সরোয়ার সিকদার, ১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. তারেক সিকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

লিফলেট বিতরণ কর্মসূচিতে বক্তারা বলেন, তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা কর্মসূচি বাংলাদেশের জাতীয় পুনর্গঠনের রূপরেখা হিসেবে কাজ করবে। তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের মাঝে এই কর্মসূচির বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. আতিকুর রহমান আতিক বলেন, “তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা হচ্ছে একটি ন্যায্য, জবাবদিহিমূলক ও আধুনিক রাষ্ট্র গঠনের নীলনকশা। দেশের জনগণ আজ পরিবর্তন চায়, মুক্তচিন্তার গণতান্ত্রিক বাংলাদেশ চায়। সেই পরিবর্তনের অগ্রযাত্রায় আমরা ছাত্রদল সর্বদা জনগণের পাশে আছি। রাজাপুরের প্রতিটি গ্রাম-গঞ্জে এই ৩১ দফার বার্তা আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “এই কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে পৌঁছাতে পারলেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের সরকার প্রতিষ্ঠা সম্ভব হবে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনাই এখন আমাদের মূল লক্ষ্য।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...